ব্রাজিলের পুলিশের হাতে আর্জেন্টিনার সমর্থকদের মার খাওয়া নিয়ে মুখ খুললেন মেসি

প্রকাশ : 2023-11-23 12:18:34১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ব্রাজিলের পুলিশের হাতে আর্জেন্টিনার সমর্থকদের মার খাওয়া নিয়ে মুখ খুললেন মেসি

লিওনেল মেসি পুরোপুরি ফিট ছিলেন না, তবু ব্রাজিলের বিপক্ষে ম্যাচ বলে নেমেছিলেন। কিন্তু সময়মতো বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শুরু হতে পারেনি। গ্যালারিতে দুই দলের সমর্থকদের মারামারির কারণে ৩০ মিনিট পিছিয়ে যায় খেলা।

ওতামেন্দির গোলে ১-০ ব্যবধানে আর্জেন্টিনা জয় পেলেও মেসিকে তুলে নিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ শেষে জয় নিয়ে উচ্ছাস প্রকাশ করলেও ম্যাচের আগের মারামারি নিয়ে ক্ষোভ জানিয়েছেন মেসি।

গতকালা মারাকানায় ম্যাচের আগে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে মারামারি শুরু হয়। আর্জেন্টিনার জাতীয় সংগীতের সময় স্বাগতিক দর্শকরা নাকি দুয়ো দিয়েছিলেন। এ নিয়ে ধস্তাধস্তি শুরু হলে স্থানীয় পুলিশ এতে জড়িয়ে যায়। নিজেদের সমর্থকদের পুলিশের কাছে মার খেতে দেখে মেসিরা গ্যালারির দিকে এগিয়ে যান। এমিলিয়ানো মার্তিনেসকে তো এক পুলিশকে টেনে ধরতেও দেখা গেছে।

কিন্তু মারামারি সহসা থামবে না দেখে দল নিয়ে মাঠ ছেড়ে চলে যান মাসি। ৩০ মিনিট পর তাঁরা আবার মাঠে ফিরে আসেন। এ সময় মাঠেই অপেক্ষা করছিলেন ব্রাজিলের খেলোয়াড়েরা। এ ব্যাপারে ম্যাচ শেষে মেসির কাছে প্রশ্ন করা হলে নিজের ক্ষোভ লুকাননি আর্জেন্টিনা অধিনায়ক, ‘আমরা দেখেছি ওরা কীভাবে তাদের মারছিল। কোপা লিবের্তাদোরেসেও এমন করেছে। আবারও মানুষকে দমিয়ে রাখার চেষ্টা। ওরা খেলার চেয়ে ওই সব কাজেই মনোযোগী বেশি। কিন্তু আমরা একটা পরিবার। আমরা পরিবেশ শান্ত করতেই খেলার সিদ্ধান্ত নিয়েছি।’