বোর্ডের বিরুদ্ধে মাশরাফি-সাকিবের বক্তব্য 'বিব্রতকর': সুজন
প্রকাশ : 2021-03-28 10:03:32১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার ভিন্ন ভিন্ন সাক্ষাৎকার নিয়ে উত্তাল দেশের ক্রিকেটাঙ্গন। সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর বেশ কয়েকজন কর্মকর্তার কর্মকাণ্ড নিয়ে কথা বলেছেন দেশের ক্রিকেটের সবচেয়ে বড় দুই তারকা।
সাক্ষাৎকারে দেশের ক্রিকেট উন্নয়নে বোর্ডের কর্তাব্যক্তিদের অবদানের বিষয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন সাকিব ও মাশরাফি, যা নিয়ে রীতিমত হইচই পড়ে গিয়েছিল পুরো দেশে। তবে এমন সমালোচনা সত্ত্বেও সাকিব-মাশরাফির প্রশংসা করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।
শনিবার মিরপুর শের-ই- বাংলা স্টেডিয়ামে সাকিব-মাশরাফির বিষয়ে মুখ খুলেছেন সুজন। তাদের কথায় বিব্রত সাবেক অধিনায়ক বলেন, ‘শুধু বলতে চাই যে, বিব্রতকর তো একটু লাগবেই, স্বাভাবিক। দুজনই আমাদের দেশের আইকন। মাশরাফি বাংলাদেশ দলের আইকন, সফলতম অধিনায়ক, একজন কিংবদন্তি। আমি বলব বাংলাদেশ দলকে একসময় খাঁদের কিনারা থেকে তুলে আনা... আর সাকিব তো বিশ্বসেরা। ওর কথা বলে শেষ হবে না। দুজনই দেশের আইকন, সেরা পারফরমার, সব দিক থেকেই। ’
মাশরাফি ও সাকিব কেন এমন সমালোচনা করলেন সেই প্রশ্নের জবাবে সুজন বলেন, ‘(ওরা) যেটা বলেছে, কেনো বলেছে এটা খুবই অস্বস্তিকর ব্যাপার। তবে সবাই ধরেন ভালোবাসা থাকে, ক্ষোভ থাকে, দুঃখও থাকে হয়তোবা। কোনো দুঃখ থেকে এ কথাগুলো আসছে কি না আমি জানি না। তবে কথাগুলো একটু বিব্রতকর অবশ্যই। বোর্ডের যারা আছে সবাই চেষ্টা করে। অনেক সময় সাকসেস আসে, অনেক সময় আসে না। কিন্তু একটা জিনিস কেউ বলতে পারবে না যে, কেউ এখানে সময় কাটাতে আসে, সবাই কিন্তু চেষ্টা করে। ’
মাশরাফি ও সাকিবের বক্তব্যকে তাদের ব্যক্তিগত অভিমত বলে মনে করেন সুজন, ‘এগুলোকে ওদের ব্যক্তিগত অভিমত মনে করি আমি। এটাকে আমরা যতটা গুরুত্ব দিচ্ছি, ততটা গুরুত্ব দেওয়ার কিছু নাই। খুবই সামান্য বিষয়। যেটা আমরা আলোচনার মাধ্যমে ঠিক করে ফেলতে পারি। এটা নিয়ে আসলে এত কথা বলাও ঠিক না
এদিকে সাকিবের সাক্ষাৎকার নিয়ে বোর্ডের কয়েকজন কর্তা ব্যক্তিও অসন্তোষ প্রকাশ করেন। এমনকি সাকিবের আইপিএল যাত্রাও অনিশ্চিত হয়ে পড়ে। কিন্তু সব শঙ্কা পেছনে ফেলে এরইমধ্যে আইপিএলে অংশ নিয়ে ভারতে গেছেন সাকিব। এ ব্যাপারে সুজন বলেন, ‘বোর্ড যখন এই সিদ্ধান্ত দিয়েছে, তখন তো ভুল বলা যাবে না। বোর্ড চিন্তা করেই অনুমতি দিয়েছে। ইংল্যান্ডে গত বিশ্বকাপে আমরা ওর পারফরম্যান্সের কারণেই স্বপ্ন দেখতে পেরেছিলাম যে সেমিফাইনাল খেলব। তা হয়নি। বলা যায় না, এবার হয়তো তেমন কিছু হতেও পারে। ’