বোদায় ৪ পেট্রোল পাম্পে লক্ষ টাকা জরিমানা 

প্রকাশ : 2025-08-04 18:42:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বোদায় ৪ পেট্রোল পাম্পে লক্ষ টাকা জরিমানা 

পঞ্চগড়ের বোদা উপজেলায় ৪টি পেট্রোল পাম্পে ওজনে কম ও এক্সক্লোসিভ এক্টের বিভিন্ন বিধি লঙ্ঘনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৪ আগষ্ট) দুপুরে বোদা উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ। এসময় বোদা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। 

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট  বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ জানান,  উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনে মোবাইল কোট পরিচালনা করি। এসময় মাপে কম দেয়ার অভিযোগে এবং এক্সক্লোসিভ এক্টের বিভিন্ন বিধি লঙ্ঘনের দায়ে এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইনের বিভিন্ন বিধান ভঙ্গের দায়ে ৪টি ফিলিং স্টেশনকে সর্বমোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান চলমান থাকবে।