বোদায় মুখ বাঁধা মরদেহ উদ্ধার
প্রকাশ : 2025-08-28 19:13:22১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় পুকুরের মুখ বাধাঁ অবস্থায় সুয়েল ইসলাম (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।তার বাবার নাম ছাবিরুল ইসলাম।
স্থানীয়রা জানান, তারা বৃহষ্পতিবার সকালে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। এরপর পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল তৈরী করার পর ময়নাতদন্তের পর পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরন করা হয়।তবে পুলিশ জানায় উদ্ধার হওয়া মরদেহটির মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায়। ইতোমধ্যে পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে জমাজমির নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে বলে মনে করেন স্থানীয়রা।
এব্যাপারে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন ‘ এটি অবশ্যই হত্যা। তবে আমরা এখন পর্যন্ত ক্লু পাইনি ‘ কাজ চলছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে ঘটনার মূল রহস্য বের হয়ে আসবে।