বেশ ভালোই খেলা চলছে: প্রধানমন্ত্রী 

প্রকাশ : 2023-12-20 15:41:48১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বেশ ভালোই খেলা চলছে: প্রধানমন্ত্রী 

বিএনপি নির্বাচন বানচাল করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

বিএনপিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের কাছে তারা কর্মসূচি নিয়ে যাবে, জনগণ যদি তাতে সাড়া দেয় তখন আসবে। কিন্তু মানুষকে মেরে, ভীতি সৃষ্টি করে তারা নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু তাদের অভিজ্ঞতা নাই? ২০১৩ তে তো তারা পারেনি, ১৪—তে পারেনি। তাহলে আবার কেন এই আগুন দিয়ে পোড়ানো...।

সরকার প্রধান বলেন, ‘বেশ ভালোই খেলা চলছে, একজন লন্ডনে বসে হুকুম দেয়, আর এখানকার কিছু খেলোয়াড় আছে তারা আগুন দেয়। বাংলাদেশকে নিয়ে এইভাবে খেলা, এই দুর্বৃত্তায়ন বাংলাদেশের মানুষ মেনে নেবে না।’

শেখ হাসিনা বলেন, ‘ভোট জনগণের অধিকার, সাংবিধানিক অধিকার। সেই ভোট জনগণ দেবে। সেই ভোট দিতে জনগণ আসবে। তাদেরকে বাধা দেওয়া, খুন করা এটার অধিকার কারো নাই। এটা বাংলাদেশের কেউ মানবেও না।’

রেলের আগুনের ঘটনার বিষয়ে জানতে চাইলে সরকার প্রধান বলেন, ‘আমরা যথেষ্ট কঠোর ব্যবস্থা নিচ্ছি। সমস্ত জায়গায় আমরা পরিকল্পনা করে ব্যবস্থা নিচ্ছি। হঠাৎ হঠাৎ একটা ঘটনা ঘটিয়ে ফেলে..। যারা এই অগ্নিকাণ্ড ও সন্ত্রাসী কার্যক্রম করেছে তাদের কারও ক্ষমা নেই। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

জনগণ যাতে ভোট দিতে না আসে এ জন্য ভীতি ছড়ানো হচ্ছে কি না—জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা নির্বাচন বানচাল করতে চাই। মানুষকে ভোট দিতে দেবে না। মানুষ কিন্তু ভোটের পক্ষে নির্বাচনের পক্ষে। মানুষ তাদের হরতালে সাড়া দিচ্ছে না। মানুষ বরং ভোটের মিছিলে যোগ দিচ্ছে। এর পরও আবার কেন এই সন্ত্রাসী কর্মকাণ্ড। এর ফলে তারা আরও ধিকৃত হবে।’

বিদেশি যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে ইন্ধন দিচ্ছে তারা সফল হবে কি না—জানতে চাইলে সরকার প্রধান বলেন, কোনো দিনই তারা সফল হবে না। এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে জনগণকে কেউ দাবায়ে রাখতে পারে না, পারেনি। এটাই বাস্তবতা।’

 

সা/ই