বেগম রোকেয়া দিবসে বাগেরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ : 2022-12-09 19:05:13১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বেগম রোকেয়া দিবসে বাগেরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটে বেগম রোকেয়া বিদস উপলক্ষে সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যায় সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ঝিমি মন্ডলের সভাপতিত্বে সংস্থাটির জেলা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, নিউট্রেশন ইন্টারন্যাশনালের জেলা সমন্বয়কারী নুসরাত জাহান, বাগেরহাট পৌরসভার কাউন্সিলর তানিয়া খাতুন,  যদুনাথ স্কুল এ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তুষার কান্তি দাস, নারী নেত্রী সাদিয়া আর্ফরোজ প্রমুখ।

বক্তারা বলেন, দেশের নারী জাগরণে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন অবিস্মরনীয় ভূমিকা রেখেছেন। বাংলাদেশের নারীদের জাগরণ মূলত বেগম রোকেয়ার হাত ধরেই হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারী উন্নয়ন ও নারীদের জাগরণকে আরও বেশি বেগবান করছেন। ভবিষ্যতে সকল ক্ষেত্রে নারীরা এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।