বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বরখাস্ত করার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : 2022-11-17 20:45:36১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার শিবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি ও প্রধান শিক্ষক সমিতির আয়োজনে বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম হোসেন কে বরখাস্ত করার প্রতিবাদে এক মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানব বন্ধন কর্মসূচি বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মান্নান, প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, প্রধান শিক্ষক হাবিবুল আলম, ইব্রাহীম হোসেন, আজিজার রহমান, খলিলুর রহমান, সফিকুল ইসলাম, আব্দুর রশিদ, আনিছুর রহমান, সাহ আলম, মাহিনুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন প্রমুখ। বক্তরা অবিলম্বে প্রধান শিক্ষককে তার স্বপদে বহাল রাখার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান। অন্য থানায় আগামীতে আরো বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে তারা জানান।