বীর মুক্তিযোদ্ধার ইংরেজি প্রতিশব্দ নির্ধারণ করে গেজেট

প্রকাশ : 2021-12-18 13:29:10১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বীর মুক্তিযোদ্ধার ইংরেজি প্রতিশব্দ নির্ধারণ করে গেজেট

 বীর মুক্তিযোদ্ধার ইংরেজি প্রতিশব্দ নির্ধারণ করে দিয়েছে সরকার। বীর মুক্তিযোদ্ধার ইংরেজি প্রতিশব্দ ‘হিরোইক ফ্রিডম ফাইটার’ (Heroic Freedom fighter ) নির্ধারণ করে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। পরে সেটির গেজেট জারি হয়।

গেজেটে বলা হয়, ‘বীর মুক্তিযোদ্ধা’র ইংরেজি প্রতিশব্দ ‘Heroic Freedom fighter’ (হিরোইক ফ্রিডম ফাইটার) ব্যবহার করতে হবে।

এর আগে সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ শব্দ ব্যবহারের বিধান করে দিয়েছিল সরকার। গত বছরের অক্টোবরে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

ওই গেজেটে বলা হয়, ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮’ এর ধারা ২(১১) এ মুক্তিযোদ্ধাগণকে ‘বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। ওই আইনের সঙ্গে সংগতি রেখে এবং একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নামের পূর্বে 'বীর' শব্দটি ব্যবহার করতে হবে।