বীমা দিবস উপলক্ষে শ্রীনগরে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ
প্রকাশ : 2022-03-02 10:06:13১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
" বীমায় সুরক্ষিত হলে " এগিয়ে যাবো সবাই মিলে "। এই শ্লোগানকে সামনে রেখে সাড়া দেশের মত শ্রীনগরেও জতীয় বীমা দিবস পালিত হয়েছে।
পহেলা মার্চ সকাল ১১ টায় শ্রীনগর উপজেলা মিলনায়তনে ইউএনও প্রনব কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মসিউর রহমান মামুন , উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ওসি তদন্ত কামরুজ্জামান, শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম , উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হারুন উর রসিদ, প্রচার সম্পাদক আবু হানিফা মোঃ নোমান ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের ইনচার্জ আমজাদ হোসেন , ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সর ইনচার্জ উত্তম বাবু প্রমুখ। সভা শেষে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।