বি‌ডি‌সি ক্রাইম বার্তা প‌রিবারের সি‌লে‌টের শাহ জালাল ও শাহপরান মাজার জিয়ারত

প্রকাশ : 2022-04-28 10:01:16১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বি‌ডি‌সি ক্রাইম বার্তা প‌রিবারের সি‌লে‌টের শাহ জালাল ও শাহপরান মাজার জিয়ারত

গতকাল ২৭ এ‌প্রিল (বুধবার ) সকালে শাহজালাল ও শাহপরান রহ: মাজার জিয়ারত করেন বি‌ডি‌সি ক্রাইম বার্তা প‌রিবার ।‌

জিয়ারতে অংশগ্রহণ করেন বি‌ডিসি ক্রাইম বার্তা প‌রিবা‌রের সম্পাদক ও প্রকাশক মোঃ ফয়সাল হাওলাদার , মুন্সীগঞ্জ ভি‌ডিও নিউজ এ‌ডিটর মোঃ লিটন মাহমুদ, বি‌শিষ্ট ব‌্যবসা‌য়ী মোঃ শাহ আলাম , সিলেট বিভাগীয় প্রধান মোঃ সোহরাব আলী, বি‌ডিসি ক্রাইম বার্তা সি‌লেট জেলা প্রতি‌নি‌ধি মোঃ রমজান আলী, সিলেট মানবাধিকার কর্মী মোঃ সোহাগ মিয়া, মানবাধিকার কর্মী মোঃ জমশেদ আলী, প্রমুখ।

বি‌ডিসি ক্রাইম বার্তা প‌রিবার সেখানেে মিলাদ মাহফিল, যোহরের নামাজ ও আছ‌রের নামাজ আদায় ক‌রেন।