বিয়েবাড়িতে যাওয়ার সময় বাস খাদে, নিহত ২৫ জন

প্রকাশ : 2022-10-05 10:19:39১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বিয়েবাড়িতে যাওয়ার সময় বাস খাদে, নিহত ২৫ জন

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে বিয়েবাড়িতে যাওয়ার সময় বাস খাদে পড়ে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। তাদের মধ্যে বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক।মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে রাজ্যটির পাউরি গাড়ওয়ালে সিমদি গ্রামের কাছে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

উত্তরাখণ্ডের পুলিশ প্রধান অশোক কুমারের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ‘ধুমকোটের বিরখাল এলাকার এই দুর্ঘটনায় ২৫ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয় হরিদ্বার থেকে একটি বাসে করে বিয়েবাড়ির উদ্দেশে বহু মানুষ রওনা হয়েছিল। লালধাং এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২৫ জন মারা যায়। খবর পেয়ে পাউরি পুলিশ এবং এসডিআরএফ উদ্ধার অভিযান শুরু করে। বাসটিতে নারী ও শিশুসহ ৪০ থেকে ৪২ জন যাত্রী ছিল বলে জানা যায়।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার কাজে স্থানীয় গ্রামবাসীরাও সাহায্য করছেন।’