বিস্ফোরণে আহত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ

প্রকাশ : 2021-05-07 08:45:26১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বিস্ফোরণে আহত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ দেশটির রাজধানী মালেতে তাঁর বাড়ির বাইরে এক বিস্ফোরণে আহত হয়েছেন। দেশটির পুলিশের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নাশিদ মালদ্বীপের পার্লামেন্টের বর্তমান স্পিকার। পুলিশের বিবৃতিতে বলা হয়, ‘বিস্ফোরণে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদ আহত হয়েছেন। তিনি এডিকে হাসপাতালে চিকিৎসাধীন।’

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে প্রচার করা ছবিতে দেখা গেছে, নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থল নিরাপত্তাবেষ্টনী তৈরিতে কাজ করছেন। ওই ঘটনায় একজন বিদেশি পর্যটকও আহত হয়েছেন।

নাশিদের মালডিভিয়ান ডেমোক্রেটিক দলের সদস্য ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ সাহিদ টুইট করে বলেছেন, ‘পার্লামেন্টের স্পিকার, প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের ওপর সন্ধ্যায় আক্রমণের তীব্র নিন্দা জানাই।’

সাহিদ আরও বলেছেন, ‘আমাদের সমাজে এ ধরনের কাপুরুষোচিত আক্রমণের কোনো জায়গা নেই। প্রেসিডেন্ট নাশিদ এবং আর যাঁরা এ আক্রমণে আহত হয়েছেন, তাঁদেরসহ পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’