বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা
প্রকাশ : 2022-12-07 18:45:32১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘিতে রিমি খাতুন (২৩) নামের এক গৃহবধূ বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। ওই গৃহবধূ উপজেলার নশরতপুর ইউনিয়নের সাকোয়া অর্জুনগাড়ী গ্রামের সৌদি প্রবাসী রুবেল আকন্দের স্ত্রী ও এক সন্তানের জননী। বুধবার ভোর ৪ টায় তাকে হাসপাতালে নেওযার পথে সে মারা যান। এ ব্যাপারে আদমদীঘি থানায় ইউডি মামলা হয়েছে।
জানা গেছে, চার বছর আগে রুবেল আকন্দের সাথে রিমি খাতুনের বিয়ে হয়। তাদের সংসারে তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। সন্তান জন্মের পর সংসারে তাগিদেস্বামী রুবেল আকন্দ সৌদি আরবে পাড়ি জমান। গত মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে স্বামীর বাড়ীতেই গৃহবধূ রিমি বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ওই দিন রাতেই বগুড়া শজিমেক হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বুধবার ভোরে মারা যান তিনি। এ বিষয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, খবর পেয়ে মৃত গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যার কারণ উদঘাটনের চেষ্টা চলছে।