বিশ্ব স্কাউট জাম্বুরিতে যোগ দিতে দক্ষিন কোরিয়া গিয়েছেন মুন্সীগঞ্জের মিনহাজ

প্রকাশ : 2023-07-30 11:00:37১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বিশ্ব স্কাউট জাম্বুরিতে যোগ দিতে দক্ষিন কোরিয়া গিয়েছেন মুন্সীগঞ্জের মিনহাজ

২৫ তম বিশ্ব স্কাউট জাম্বুরীতে 'ইন্টারন্যাশনাল সার্ভিস টিম' (আইএসটি) হিসেবে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন মুন্সীগঞ্জের অন্যতম রোভার স্কাউট গ্রুপ উজ্জীবিত একুশ মুক্ত রোভার স্কাউট গ্রুপ এর সিনিয়র রোভার মেট  মিনহাজুল ইসলাম।

শুক্রবার (২৮ জুলাই) বাংলাদেশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ১১ টা ৫০ মিনিটে সিংগাপুর এয়ারলাইনসের বিমানে করে গিয়েছেন। এবং প্রোগ্রাম শেষ করে ১৪ আগস্ট  কোরিয়ার ইনছন এয়ারপোর্ট থেকে সে দেশে ফিরে আসবে৷ ২৫ তম স্কাউটের এই বড় আসরটি বিশ্যব্যাপী প্রায় ৪০ হাজার স্কাউট ও লিডার কর্মকর্তা নিয়ে অনুষ্ঠিত হবে। 

জাম্বুরিটি ১ থেকে ১২ আগস্ট দক্ষিণ কোরিয়ার স্যামানগুমে অনুষ্ঠিত হবে। এবং জাম্বুরিতে মুন্সিগঞ্জ জেলা থেকে রোভার হিসেবে শুধুমাত্র উজ্জীবিত একুশ মুক্ত রোভার স্কাউট গ্রুপ থেকে মিনহাজুল ইসলাম মনোনিত হয়েছেন। 

মিনহাজুল ইসলাম রোভারিং শুরু করেন, ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর থেকে। এবং রোভারিং চলা অবস্থায় তিনি রোভার হিসেবে জেলার সর্বোচ্চ পদ মুন্সিগঞ্জ জেলা রোভারের ডিস্ট্রিক্ট সিনিয়র রোভারমেট হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্বপালন করেছেন৷  তাছাড়াও জানা যায়, মুন্সিগঞ্জের বেশ বড় কয়েকটি সামাজিক সংগঠনেও তিনি কাজ করেছেন। 

শিক্ষা জীবনে তিনি কে.কে.গভ ইন্সটিটিউশন মুন্সিগঞ্জ থেকে এস.এস.সি পরিক্ষা দিয়ে সরকারি হরগঙ্গা কলেজ থেকে এইচ এস সি পাস করে এখন তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত মিরকাদিম হাজী আমজাদ আলী ডিগ্রি কলেজের অনার্স তৃতীয় বর্ষের মার্কেটিং ডিপার্টমেন্টের ছাত্র।

এই বিষয়ে মিনহাজুল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান, বিশ্ব স্কাউট জাম্বুরিতে আমাকে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই বাংলাদেশ স্কাউটসকে ও আন্তর্জাতিক বিভাগকে। আরও ধন্যবাদ জানাই মুন্সিগঞ্জ জেলা রোভারকে বিশেষ করে ধন্যবাদ জানাই আমার নিজের রোভার স্কাউট গ্রুপ কে আমাকে শুরু থেকে এভাবে সাপোর্ট দিয়ে দিয়ে চলেছেন আমার গ্রুপ সভাপতি দূর্যোগ ও ত্রান ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সালেহ মোহাম্মদ মহিউদ্দিন খান স্যারকে ও গ্রুপ সম্পাদক সালেহ মোহাম্মদ ফয়সাল রনি মামাকে আরও ধন্যবাদ জানাই সহ-সভাপতি সোহেল রানা রানু ভাইকে ও ভারপ্রাপ্ত গ্রুপ সম্পাদক বিকাশ কুমার রায় স্যারকে। 

তাছড়াও জেলা রোভারের সভাপতি ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল স্যারকে কমিশনার মুন্সি সিরাজুল হক স্যার সাবেক সম্পাদক ডিএনসি মো.জুনাইদ ও সম্পাদক রুপক ও জেলা রোভারের কোষাধ্যক্ষ আনিসুর রহমান ভাই এর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করি।