বিশ্ব ইজতেমায় মোট ৩ মুসল্লির মৃত্যু

প্রকাশ : 2025-02-01 10:59:36১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বিশ্ব ইজতেমায় মোট ৩ মুসল্লির মৃত্যু

শুরায়ি নেজামের তত্ত্বাবধানে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন চলছে। আম বয়ান, খাস বয়ানসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা পালিত হচ্ছে টঙ্গীর তুরাগ নদের তীরে। ইজতেমার দুই দিনে মোট তিন মুসল্লির মৃত্যু হয়েছে।

তাবলিগ জামাত শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, গত রাতে ইয়াকুব আলী (৬০) নামে আরও একজন মারা গেছেন। তার বাড়ি হবিগঞ্জের বাহুবলে।

এর আগে বিশ্ব ইজতেমার প্রথম দিন শুক্রবার (৩১ জানুয়ারি) দুই মুসল্লির মৃত্যুর তথ্য জানা যায়। তারা হলেন আব্দুল কুদ্দুস গাজী (৬০) এবং ছাবেত আলী (৭০)।

হাবিবুল্লাহ রায়হান জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আব্দুল কুদ্দুস গাজী (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয়। তিনি খুলনা জেলার ডুমুরিয়া থানার ডুমুরিয়া বাজার এলাকার লোকমান হোসেন গাজীর ছেলে।

এছাড়া ছাবেত আলী নামে শেরপুরের শ্রীবরদি এলাকার আরেক মুসল্লিও মারা গেছেন। তার বাবার নাম সব্দুল্লাহ্। তিনি ইজতেমার ৪৬ নম্বর খিত্তায় অবস্থান করছিলেন।

এবার অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমার ৫৮তম পর্ব। শুরায়ি নেজামের তত্ত্বাবধানে দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে এই ইজতেমা। ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রথম পর্ব শেষ হবে ২ ফেব্রুয়ারি। আবার ৩ থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্ব। পরের সপ্তাহে মাওলানা সাদের অনুসারীদের ইজতেমা করার কথা রয়েছে।