বিশ্বের ১২৬টি শহরের মধ্যে ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’

প্রকাশ : 2024-12-28 11:12:55১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বিশ্বের ১২৬টি শহরের মধ্যে ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’

বিশ্বের ১২৬টি শহরের মধ্যে আজ শনিবার বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান। সকাল পৌনে ১০টায় ঢাকার বায়ু মানের স্কোর ছিল ২২৫, যা খুবই অস্বাস্থ্যকর।

একই সময়ে বায়ুদূষণে শীর্ষে ছিল মিশরের রাজধানী কায়রো। শহরটির বায়ুমান স্কোর ছিল ২৫৪। আর তৃতীয় অবস্থানে ছিল আফগানিস্তের রাজধানী কাবুল। অবশ্য সকাল ৮টা ১ মিনিট পর্যন্ত আইকিউএয়ার সূচকে ২১৮ স্কোর নিয়ে ঢাকা ছিল দ্বিতীয়। ৯টা ৪৬ মিনিটে তা আরও বেশি দেখা যায়।

এদিন ৯টা ৪৬ মিনিটে ২০৪ স্কোর নিয়ে বসনিয়ার সারাজেভো শহর চতুর্থ, উজবেকিস্তানের তাসখান্দ শহর পঞ্চম (স্কোর ১৮৫), পোল্যান্ডের রকলো শহর ষষ্ঠ (স্কোর ১৭৬), পাকিস্তানের করাচি শহর সপ্তম (স্কোর ১৭৫), ভারতের মুম্বাই শহর অষ্টম (স্কোর ১৭৪), কলকাতা শহর (স্কোর ১৭৩) এবং নেপালের কাঠামান্ডু (স্কোর ১৭১) অবস্থানে ছিল।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়।

১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

ঢাকার বায়ুদূষণ থেকে বাঁচতে আইকিউএয়ার যে পরামর্শ দিয়েছে, তার মধ্যে আছে ঘরের বাইরে গেলে সংবেদনশীল গোষ্ঠীর মানুষদের মাস্ক পরতে হবে। এ ছাড়া ঘরের বাইরে ব্যায়াম না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে শীর্ষস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। আইকিউএয়ারের বাতাসের মান সূচকে এসময় দিল্লির স্কোর ২৯৪। বায়ুর এই মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়।