বিশ্বের সব দেশ করোনার টিকা না পেলে সংকট মিটবে না: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ : 2021-04-07 14:36:12১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বিশ্বের সব দেশ করোনার টিকা না পেলে সংকট মিটবে না বলে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘করোনার টিকা সব দেশের প্রাপ্তি নিশ্চিত করা উচিত, শুধু উন্নত দেশে টিকা দিয়ে এ সমস্যা সমাধান হবে না।’
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এক ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
করোনা মোকাবিলায় সুষ্ঠু ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘সবাই মিলে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করতে হবে; করোনা রোধ ছাড়া আর কোনো বিকল্প নেই।’
জাহিদ মালেক বলেন, ‘গত দুই সপ্তাহে ১০ গুণের বেশি রোগী বেড়েছে। রোগীর চাপ বেশি থাকায়, স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। অনেকে হাসপাতালে স্বাস্থ্যসেবা পাচ্ছে না রোগীরা।’
মন্ত্রী বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে বিশ্বের সব দেশ হিমশিম খাচ্ছে। আমারও এ বিষয়ে প্রস্তুত রয়েছি। করোনা পরীক্ষা জন্য ২৩৭টি ল্যাব রয়েছে দেশে।’
তিনি আরও বলেন, ‘৩৫ হাজারের বেশি পরীক্ষা হচ্ছে এক দিনে। এই ভাইরাসের কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গরিব মানুষ আরও গরিব হয়ে যাচ্ছে।’
অনুষ্ঠানে আরও যুক্ত ছিলেন স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য শিক্ষাসচিব আলী নূর ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম।