বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ‘টাইগার ৩’, অনুমতি মেলেনি বাংলাদেশে

প্রকাশ : 2023-11-12 16:46:51১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ‘টাইগার ৩’, অনুমতি মেলেনি বাংলাদেশে

সালমান খান ও ক্যাটরিনা কাইফের বহুল প্রতিক্ষীত সিনেমা ‘টাইগার ৩’। আজ রোববার (১২ নভেম্বর) বিশ্বব্যাপী ৮ হাজার ৯০০ সিনেমা হলে মুক্তি পেয়েছে বলিউডের এই সিনেমা। সালমানের এই সিনেমাটি একইদিনে বাংলাদেশে মুক্তির কথা থাকলেও তা মুক্তি পায়নি। কারণ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ‘টাইগার ৩’-এর মুক্তির অনুমতি মেলেনি।

জানা গেছে, সাফটা চুক্তিতে ৩১ অক্টোবর ‘টাইগার ৩’ বাংলাদেশে মুক্তির অনুমতি চেয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন জমা দিয়েছিল জাজ মাল্টিমিডিয়া।জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানান, যদি মুক্তির অনুমতি মেলে তাহলে বাংলাদেশে আগামী ১৭ অথবা ২৪ নভেম্বর মুক্তি পেতে পারে।
 
স্টার সিনেপ্লেক্সের সিনিয়র বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, ‘বলিউডের সঙ্গে একইদিনে আমাদের এখানেও ‘টাইগার ৩’ চলবে এমনটা আশায় ছিলাম। কিন্তু সেটি আপাতত হচ্ছে না। একইদিনে মুক্তি দিতে পারলে জাওয়ানের মতো দারুণ ব্যবসা করতো। তবুও আশাবাদী যত দ্রুত বাংলাদেশে মুক্তি দেওয়া যাবে ততই দর্শক আগ্রহ নিয়ে দেখবেন।’
 
জানা গেছে, আমদানি রপ্তানি নীতিতে ‘টাইগার ৩’-এর বিনিময়ে ভারতে গেছে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত রায়হান রাফী পরিচালিত সিয়াম-পূজার সিনেমা ‘পোড়ামন ২’। স্পাই অ্যাকশন থ্রিলার ধাঁচের ‘টাইগার ৩’ পরিচলানা করেছেন মনীশ শর্মা। সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করছেন সালমান খান এবং ক্যাটরিনা কাইফ। ভিলেনের চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। হিন্দি, তামিল এবং তেলেগু তিন ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।