বিশ্বনেতাদের সামনে মোদিকে অসম্মান করলেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ
প্রকাশ : 2025-02-12 11:09:55১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
![বিশ্বনেতাদের সামনে মোদিকে অসম্মান করলেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বিশ্বনেতাদের সামনে মোদিকে অসম্মান করলেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ](https://gramnagarbarta.com/storage/photos/1/thumbs/67ac2d0205b55.jpg )
বিশ্বনেতাদের সঙ্গে করমর্দনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবজ্ঞা করতে দেখা গেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে। রাজধানী প্যারিসে অনুষ্ঠিত বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শীর্ষ সম্মেলনে এই দৃশ্য দেখা গেছে।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, মঙ্গলবার প্যারিসে এআই শীর্ষ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হ্যান্ডশেক প্রচেষ্টাকে উপেক্ষা করতে দেখা গেছে। সম্মেলনের ফুটেজে এই দৃশ্য উঠে এসেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, মোদি করমর্দনের জন্য ম্যাক্রোঁর দিকে হাত বাড়াচ্ছেন। তবে ম্যাক্রোঁ মোদির সামনে দিয়ে সেখানে উপস্থিত অন্যান্য অংশগ্রহণকারীদের সাথে করমর্দন করলেও মোদির সাথে করমর্দন করেননি।
মোদির হাত বাড়ানোর পরও তার সঙ্গে করমর্দন না করার এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে, কেউ কেউ এটিকে কূটনৈতিক অসম্মান হিসেবেও ব্যাখ্যা করেছেন। আবার অন্যরা মনে করছেন। ফরাসি বা ভারত সরকার এই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি।
ফ্রান্সের রাজধানী প্যারিসে দুই দিনের এই কৃত্রিম বুদ্ধিমত্তা আন্তর্জাতিক সম্মেলনে প্রায় ১০০টি দেশের রাষ্ট্রপ্রধান, শীর্ষ সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এবং বিজ্ঞানীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর।
সা/ই