বিশ্বকাপ ফুটবলকে ঘিরে আদমদীঘিতে দোকানিদের গেঞ্জি, পতাকা বিক্রির ধুম
প্রকাশ : 2022-11-17 15:53:01১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হচ্ছে চলতি মাসের ২০ তারিখ থেকে। এই উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলার পোষাক বিক্রেতাদের দোকানে বিভিন্ন দেশের জার্সির আদলে গেঞ্জি,ষ্টিকার,পতাকা বিক্রির ধুম পড়েছে। এ ছাড়া প্রায় পুরো উপজেলার বিভিন্ন বাসা বাড়িতে,দোকানে,ক্লাবে,গাছের মাথায় বিশ্বকাপে স্থান পাওয়া দেশ গুলির পতাকা উড়তে দেখা যাচ্ছে। উপজেলার চা ষ্টল থেকে শুরু করে অফিস, তরুনদের আড্ডায় বিশ্বকাপ ফুটবল নিয়ে নানা আলোচনা চলছে। মোটরবাইক,বিভিন্ন যানবাহনে বিশ্বকাপ ফুটবলের ষ্টিকার শোভা পাচ্ছে।উপজেলার বিভিন্ন বিপনী বিতানে গিয়ে দেখা যায়, চলতি মাসের বিশ্বকাপ ফুটবল আসরকে কেন্দ্র করে পোষাক দোকানিদের বিশ্বকাপের বিভিন্ন দেশের পতাকা,গেঞ্জি, ষ্টিকার বিক্রির ধুম পড়েছে। এই সব গেঞ্জি, ষ্টিকারের পতাকার মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা,ষ্টিকার। আশা করছি সামনে কয়েক দিন বিক্রি আরো বাড়বে।
উপজেলার বিভিন্ন বাসা-বাড়ী,ব্যবসা প্রতিষ্ঠানে, ব্যক্তি উদ্যোগ,সমšি^ত উদ্যোগেও অনেকে বিশ্বকাপে অংশ নেওয়া দেশ গুলির বিশাল বিশাল পতাকা টাঙিয়েছে। তবে অনেকে অন্য দেশের পতাকার উপরে বাংলাদেশের পতাকা সংযোগ করেছে। এছাড়া উপজেলার চায়ের ষ্টল থেকে শুরু করে বিভিন্ন স্থানে চলছে আড্ডা। বিশ্বকাপ ফুটবল খেলাকে ঘিরে দেখা যাচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা বেশী। আদমদীঘি উপজেলা সদরের খেলাঘর সত্বাধীকারী আব্দুল মান্নান ও সান্তাহার সোনার বাংলা মার্কেটের রাসেল খেলোঘরের সত্বাধীকারী রাসেল জানান, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে তাদের দোকানে বিভিন্ন দেশের জার্সি, ষ্টিকার পাওয়া যাচ্ছে। নানা কারণে তাদের ব্যবসা ভাল যাচ্ছে না। বর্তমানে বিশ্বকাপ উপলক্ষে বিক্রি বেড়েছে। উপজেলার বীর বিক্রম শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজের ক্রীড়া শিক্ষক দেওয়ান আল-আমিন জানান বিশ্বকাপ ফুটবল উপলক্ষে তরুণদের মাঝে এক ধরনের ফুটবল ভালবাসা দেখা দিয়েছে। ক্রীড়ার প্রসারতা যত বাড়বে, সমাজ থেকে মাদক তত কমে যাবে।