বিশিষ্ট লেখক দেলোয়ার হোসেন রংপুরীর জন্মদিন পালন
প্রকাশ : 2022-09-12 18:58:59১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রংপুর বিভাগের মাটি ও মানুষের কবি লেখক ছড়াকার ইন্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরীর গতকাল জন্মদিন পালন। সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর রংপুর জেলার সভাপতি মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর জেলার সম্মানিত সভাপতি মানবতার সেবক ও কবি লেখক ছড়াকার ইন্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরীর গতকাল ১১ সেপ্টেম্বর অভিযাত্রিক সাহিত্য সংস্কৃতি পরিষদের হলরুমে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
কবির জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময়, কেক কেটে কবিকে শুভেচ্ছা জানানো হয়।রংপুর বিভাগের বিশিষ্ট নারী নেত্রী জয়িতা নাসরিন নাজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর বিভাগ তথা দেশের সুশীল সমাজের অন্যতম পুরোধা নক্ষত্র অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, বিশিষ্ট লেখক তৈয়বুর রহমান বাবু,অভিযাত্রিকের পক্ষে ছড়াকার জাহিদ হোসেন, মৌচাকের পক্ষে সাংবাদিক রেজাউল করিম জীবন, লালমনিরহাট সাহিত্য সংস্কৃতি পরিষদের পক্ষে ছড়াকার ইরশাদ জামিল, কবি লেখক এটিএম মোর্শেদ,কবি পূর্ণিমা রায়,মীরা রায়, সুরকার ও গায়ক রায়হান আহমেদ লিয়ন, দেলোয়ার হোসেন রংপুরীর স্ত্রী কবি নাজিরা পারভীন, ছেলে পরশ ও সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন প্রমুখ।জন্মদিনের আয়োজনের সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক রেজাউল করিম জীবন।