বিয়ের ৬ মাসের মাথায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
প্রকাশ : 2022-10-02 20:11:22১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘিতে বিয়ের ৬ মাসের মাথায় প্রিয়াসা (২৩) নামের এক গৃহবধুকে স্বাশরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুড়েরর বিরুদ্ধে। এঘটনায় স্বামী নাসরুল্লাহ হককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
জানাযায়, নওগাঁ মাস্টারপাড়ার সৈয়দ জসিম উদ্দীন আহম্মেদের মেয়ে সৈয়দা সারাহ আহম্মেদ প্রিয়াসার সাথে বগুড়ার আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল ডহরপুর গ্রামের আনোয়ারুল হক পল্টুর ছেলে নাসরুল্লাহ হকের সাথে চলতি বছরের ১০ মার্চে বিবাহ হয়। বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুড় গৃহবধুর পরিবারে নিকট ১০ লক্ষ টাকা যৌতুক দাবী করে আসছিল। যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় মাঝে মধ্যে গৃহবধূ প্রিয়াসাকে নির্যাতন করতো স্বামী ও শ্বশুড়।
হঠাৎ গত ১ অক্টোবর শনিবার সন্ধ্যায় স্বামী গৃহে শয়ন ঘরে ফ্যানের সাথে গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পায় লোকজন। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে রবিবার লাশটি ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে প্রেরন করেন। এঘটনায় নিহত গৃহবধু প্রিয়াসার মা ইয়াসমিন আহম্মেদ বাদী হয়ে রবিবার দুপুরে মেয়ের স্বামী নাসরুল্লাহ হক এবং শ্বশুড় আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল আনোয়ারুল হকের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বলেন, যৌতুকের দাবীতে প্রিয়াসা নামের এক গৃহবধুকে মারপিটে স্বাশরোধে হত্যার অভিযোগে নিহতের স্বামী ও শ্বশুড়ের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে এবং নিহতের স্বামী নাসরুল্লাহ হককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামীকে গ্রেপ্তারের তৎপরা চালানো হচ্ছে।