বিমান চলাচলে বাংলাদেশ-অস্ট্রিয়ার মধ্যে চুক্তি সই

প্রকাশ : 2021-06-08 12:47:58১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বিমান চলাচলে বাংলাদেশ-অস্ট্রিয়ার মধ্যে চুক্তি সই

বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে বিমান চলাচলের জন্য একটি চুক্তি সই হয়েছে। ভিয়েনায় দুই দেশের মধ্যে বিমান পরিষেবা চুক্তি (এএসএ) সই হয়।
 
মঙ্গলবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত এবং অস্ট্রিয়ান ইউরোপীয় ও আন্তর্জাতিক বিষয়ক রাষ্ট্রদূত আন্দ্রেয়াস রিয়েকেন স্ব স্ব দেশের পক্ষে চুক্তিতে সই করেছেন।  

বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যকার এই চুক্তি কেবল দুটি দেশের বিমান চালনা ব্যবসায়ই উৎসাহিত করবে না, পাশাপাশি জনগণের সঙ্গে জনসংযোগ বাড়বে।  

এই চুক্তি বাংলাদেশ ও ভিয়েনা অঞ্চলের মধ্যে পণ্য ও যাত্রী পরিবহনে একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে রূপান্তরিত করতে সহায়তা করবে। উভয় দেশই প্রত্যাশা করেছে, এই চুক্তিটি অদূর ভবিষ্যতে যাত্রী ও কার্গো ফ্লাইট প্রক্রিয়া ত্বরান্বিত এবং দুই দেশের মধ্যে ব্যবসায়ের সুযোগ প্রসারিত করবে।