বিমানবন্দরেই ড. ইউনূসএর সাথে বৈঠক চলছে সামন্বয়কারী এবং ৩ বাহিনী প্রধানদের সাথে
প্রকাশ : 2024-08-08 15:42:42১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ঢাকায় পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস। তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি আজ বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
দেশে ফিরে ছাত্রদের ধন্যবাদ জানিয়ে আবু সাঈদের কথা স্মরণ করে আবেগাপ্লুত হলেন ড. ইউনূস। বিমানবন্দরেই ড. ইউনূস এর সাথে বৈঠক চলছে সামন্বয়কারী এবং ৩ বাহিনী প্রধানদের সাথে। বৈঠক শেষে নিজ বাসভবন গুলশানের দিকে রওনা দিবেন।
বিমানবন্দরের বাইরে ছাত্রজনতার সমাগম ড. ইউনূসকে বরণ করতে। তাছাড়া আরো রয়েছে গ্রামীণ ব্যাংকের এম ডিসহ পুরো টিম।
তাকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের ছয় সমন্বয়ক ও তিন বাহিনীর প্রধানরা।
সব আনুষ্ঠনিকতা সম্পন্ন করে ড. ইউনূস বিমানবন্দর থেকে বের হবেন।
ড. ইউনূসের দেশে ফেরার সময় বিবেচনায় রেখে আজ রাত আটটার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির পর মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়।
সান