বিমানঘাঁটি-আরামকো তেল শোধনাগারে ইয়েমেনিদের ড্রোন হামলা

প্রকাশ : 2021-11-21 07:48:07১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বিমানঘাঁটি-আরামকো তেল শোধনাগারে ইয়েমেনিদের ড্রোন হামলা

ইয়েমেনের হুথিরা আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের অভ্যন্তরে আজ (শনিবার) ব্যাপকভিত্তিক হামলা চালিয়েছে। ইয়েমেনি সামরিক বাহিনী ড্রোন দিয়ে সৌদি আরবের কিং খালেদ বিমান ঘাঁটি এবং আরামকো তেল শোধনাগারের ওপর হামলা চালায়।

গত দু'দিনে ইয়েমেনের অন্তত চারটি প্রদেশে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট একের পরে এক বিমান হামলা চালিয়েছে। এর জবাব হিসেবে ইয়েমেনের হুথি আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের ওপর ড্রোন দিয়ে বড় আকারের হামলা চালালো।

এদিকে, আজ দিনের প্রথমভাগে ইয়েমেনি সেনাবাহিনী ড্রোন দিয়ে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান, জিজান এবং আসির প্রদেশের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায়। লেবাননের আল-মায়াদিন টেলিভিশন এ খবর দিয়েছে।

গতকাল ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি সৌদি আরবকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, কথিত আরব জোট ইয়েমেনের ওপর যে বিমান হামলা বাড়িয়েছে সেজন্য তাদেরকে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে। এর একদিন পরই সৌদি আরবের সামরিক ও তেল স্থাপনায় ইয়েমেনি সেনারা একের পর এক ড্রোন হামলা চালালো।