বিপুল পরিমাণ ইয়াবাসহ মানিকগঞ্জে নারী আটক

প্রকাশ : 2023-12-06 17:26:39১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বিপুল পরিমাণ ইয়াবাসহ মানিকগঞ্জে নারী আটক

বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনচার্জ মো. রাসেল আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝিটকা মধ্যপাড়া এলাকা থেকে ২০০২ পিচ ইয়াবাসহ শামীম মিয়া ওরফে বাবুর স্ত্রীকে আটক করা হয়।

আটক নারী ও তার স্বামী মিলে দীর্ঘদিন ধরে হরিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হলেও তার স্বামী পালিয়ে যায়।

এ ঘটনায় আটক নারী ও তার স্বামীকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে ওই নারীকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান রাসেল আলী।

কাআ