বিপিএলের পিচ নিয়ে সমালোচনায় বিদেশি ক্রিকেটার
প্রকাশ : 2024-02-04 13:52:14১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
চলমান বিপিএল শুরুর আগে মিরপুর হোম অব ক্রিকেট নিয়ে ইতিবাচক ধারণা দিয়েছিল বিসিবি। কিন্তু আশানুরূপ রান পাওয়া যায়নি সেখানে। এরপর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামেও কোনো ব্যতিক্রম ঘটেনি। হাতে গোনা দুয়েকটি ম্যাচ বাদে সেভাবে রান ওঠেনি কোনো ম্যাচেই। চার-ছক্কার যে ধুমধাড়াক্কা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সঙ্গে পরিচিত বিশ্ব, তার দেখা মিলছে না চলতি বিপিএলে। যা নিয়ে সমালোচনা চলছে ক্রিকেটাঙ্গনে।
টুর্নামেন্টের পিচ নিয়ে সমালোচনা করেছেন সিলেট স্ট্রাইকার্সের বিদেশি ক্রিকেটার সামিত প্যাটেলও। নিজেদের ম্যাচ শেষে তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘এই কন্ডিশন ব্যাটিংয়ের জন্য কঠিন। আমি জানি আমরা যেই ব্র্যান্ডের ক্রিকেট খেলছি তা সঠিক নয়। এমন কন্ডিশনে বা পিচ টি-টোয়েন্টি ক্রিকেটের উপযোগী নয়। যদি আপনি চার-ছক্কা দেখতে চান তাহলে এভাবে হবে না। এটা বিপিএলের জন্য ভালো নয়। এমন কন্ডিশনেই আমাদের খেলতে হবে আসলে।’
সামিত আরও বলেন, ‘আমাদের ঢাকায় ২ ম্যাচ আছে। এরপর চট্টগ্রাম যেতে হবে ২ ম্যাচের জন্য। পরে আবার ঢাকায় ফিরতে হবে ১ ম্যাচ খেলতে। আমরা শেষ ম্যাচে ভালো ক্রিকেট খেলেছি। এখন শুধু ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলতে হবে।’
টানা পাঁচ হারের পর আসরের প্রথম জয় পেয়েছিল সিলেট। এরপরই আবার নিজেদের সপ্তম ম্যাচে হার, দলের বিপর্যস্ত এই অবস্থা নিয়ে সাবেক এই ইংলিশ ক্রিকেটার বলেন, ‘এটি (ম্যাচের ফল) দুই দিকেই যেতে পারে। গত ম্যাচেই আমরা দারুণ একটি জয় পেয়েছি। আজ তেমন ভালো খেলিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে এমনটা হতেই পারে। আমরা কিছু জায়গায় ভুল করেছি। তবে আমাদের চালিয়ে যেতে হবে। আরও ৬ ম্যাচ বাকি আছে। আমরা চেষ্টা করব কোয়ালিফাই করতে (প্লে-অফে)। চাপ প্রয়োগ করে মোমেন্টাম পেতে চাইব আমরা। এরপর দেখা যাক কী হয়।’
দলের আত্মবিশ্বাস ফেরাতে একটি জয় প্রয়োজন বলে মনে করেন সামিত, ‘আমাদের এখন শুধু মোমেন্টাম প্রয়োজন। আত্মবিশ্বাস প্রয়োজন দলের মাঝে। ড্রেসিংরুমে সবাই ভালো ক্রিকেটার। তবে আমরা ভালো ক্রিকেট খেলছি না, সেটা আমরাও জানি। এখন আমাদের ঠিকঠাকভাবে মাঠের কাজটা করতে হবে। শুধু আমরাই এটা করতে পারি। কোনো কোচ করতে পারবে না। আমরা কোয়ালিফাই করতে চাই।’
সা/ই