বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট

প্রকাশ : 2024-10-14 14:25:48১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে আজ। গত আসরের চার দলের সঙ্গে নতুন করে তিন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হয়েছে এবার। শক্ত দল গড়তে সাত ফ্র্যাঞ্চাইজি এই ড্রাফটে অংশ নিয়েছে। যেখানে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটার এবং ৪৩৪ বিদেশি ক্রিকেটার থেকে পছন্দের দল গড়বে দলগুলো।

রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে সকাল সাড়ে এগারোটা থেকে শুরু হয়েছে এই ড্রাফটের কার্যক্রম। যেখানে আগেই দেশি খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছিল। সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ ‘এ’ শ্রেণির ক্রিকেটারদের জন্য। এভাবে ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে।

 

সেট ১ - রাউন্ড ১ 

তাসকিন আহমেদ- দুর্বার রাজশাহী 
লিটন কুমার দাস - ঢাকা ক্যাপিটালস 
শামীম হোসেন পাটোওয়ারী - চিটাগাং কিংস 
হাসান মাহমুদ - খুলনা টাইগার্স 
নাহিদ রানা - রংপুর রাইডার্স 
রনি তালুকদার - সিলেট স্ট্রাইকার্স 
মাহমুদউল্লাহ রিয়াদ - ফরচুন বরিশাল 

সেট ১ - রাউন্ড ২ 

তানভির ইসলাম - ফরচুন বরিশাল 
মাশরাফি বিন মর্তুজা - সিলেট স্ট্রাইকার্স 
সাইফ হাসান - রংপুর রাইডার্স 
নাইম শেখ- খুলনা টাইগার্স 
পারভেজ ইমন - চিটাগাং কিংস 
হাবিবুর রহমান সোহান - ঢাকা ক্যাপিটালস 
জিসান আলম- দুর্বার রাজশাহী 

সেট ২, রাউন্ড ১ 

নাজমুল হোসেন শান্ত- ফরচুন বরিশাল 
মুকিদুল ইসলাম মুগ্ধ -ঢাকা ক্যাপিটালস 
সৌম্য সরকার - রংপুর রাইডার্স 
খালেদ আহমেদ - চিটাগাং কিংস 
ইমরুল কায়েস - খুলনা টাইগার্স 
আল-আমিন হোসেন - সিলেট স্ট্রাইকার্স 
ইয়াসির আলী চৌধুরী - দুর্বার রাজশাহী

সেট ২, রাউন্ড ২

সাব্বির হোসেইন - দুর্বার রাজশাহী 
আরাফাত সানি - সিলেট স্ট্রাইকার্স 
মাহিদুল অঙ্কন - খুলনা টাইগার্স 
আলিস আল ইসলাম - চিটাগাং কিংস 
রাকিবুল হাসান জুনিয়র - রংপুর রাইডার্স 
আবু জায়েদ চৌধুরী রাহি - ঢাকা ক্যাপিটালস 
রিপন মন্ডল - ফরচুন বরিশাল 

সেট ৩, রাউন্ড ১ 

সাব্বির রহমান - ঢাকা ক্যাপিটালস 
রুহেল মিয়া -সিলেট স্ট্রাইকার্স 
আবু হায়দার রনি - খুলনা টাইগার্স 
মোহাম্মদ মিঠুন - চিটাগাং কিংস 
রেজাউর রহমান রাজা - রংপুর রাইডার্স 
ইবাদত হোসেন - ফরচুন বরিশাল 
সানজামুল ইসলাম - দুর্বার রাজশাহী

সেট ৩, রাউন্ড ২

মেহরাব হোসেন - দুর্বার রাজশাহী 
নাইম হাসান - ফরচুন বরিশাল 
ইরফান শুক্কুর - রংপুর রাইডার্স 
নাইম ইসলাম - চিটাগাং কিংস 
জিয়াউর রহমান - খুলনা টাইগার্স 
আরিফুল হক - সিলেট স্ট্রাইকার্স 
মুনিম শাহরিয়ার - ঢাকা ক্যাপিটালস 

সেট ৪ রাউন্ড ১

রিশাদ হোসেন - ফরচুন বরিশাল 
কামরুল ইসলাম রাব্বি - রংপুর রাইডার্স 
মাহফুজুর রহমান রাব্বি - খুলনা টাইগার্স 
নিহাদুজ্জামান - সিলেট স্ট্রাইকার্স 
মারুফ মৃধা - চিটাগাং কিংস 
আকবর আলী - দুর্বার রাজশাহী 
আসিফ হাসান মিতুল - ঢাকা ক্যাপিটালস 

সেট ৪, রাউন্ড ২ 

শাহাদাত হোসেন দীপু - ঢাকা ক্যাপিটালস 
হাসান মুরাদ - দুর্বার রাজশাহী 
রাহাতুল ফেরদৌস জাভেদ - চিটাগাং কিংস 
নাহিদুল ইসলাম - সিলেট স্ট্রাইকার্স 
মাহমুদুল হাসান জয় - খুলনা টাইগার্স 
তওফিক খান তুষার - রংপুর রাইডার্স 
তাইজুল ইসলাম - ফরচুন বরিশাল 

প্রথমেই দেশি খেলোয়াড়দের দুই সেটের ড্রাফট শেষ হয়। এরপরেই আসে বিদেশী ক্রিকেটারদের ড্রাফট।

সেট ১, রাউন্ড ১

সাইম আইয়ুব (পাকিস্তান)- ঢাকা ক্যাপিটালস 
আকিফ জাভেদ (পাকিস্তান)- রংপুর রাইডার্স
মোহাম্মদ হাসনাইন (পাকিস্তান) - খুলনা টাইগার্স 
জেমস ফুলার (ইংল্যান্ড) - ফরচুন বরিশাল 
গ্রাহাম ক্লার্ক (যুক্তরাজ্য) - চিটাগাং কিংস 
সাদ নাসিম (পাকিস্তান) - দুর্বার রাজশাহী 
রাকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ) - সিলেট স্ট্রাইকার্স 

সেট ১, রাউন্ড ২

সামিউল্লাহ শেনওয়ারি (আফগানিস্তান) - সিলেট স্ট্রাইকার্স 
লাহিরু সামারাকুন (শ্রীলঙ্কা) - দুর্বার রাজশাহী 
থমাস ও’কনেল (অস্ট্রেলিয়া) - চিটাগাং কিংস 
পাথুম নিশাঙ্কা (শ্রীলংকা) - ফরচুন বরিশাল
লুইস গ্রেগরি (যুক্তরাজ্য) - খুলনা টাইগার্স
কার্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড) - রংপুর রাইডারস 
আমির হামজা (আফগানিস্তান) - ঢাকা ক্যাপিটালস

 

সা/ই