বিপদ

প্রকাশ : 2021-05-27 16:01:36১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বিপদ

বিপদগুলো আসতে থাকে
একাকি নয়  ঝাঁকে ঝাঁকে
নেই বিপদের নিয়ম নীতি
সবখানে তার অবাধ গতি।

বিপদ আসে আগুন জলে
বিপদ বাতাস হলাহলে  
বিপদ আকাশ সড়ক পথে
বিপদ শক্তি বস্তু হতে।
 
বিপদ পতন বিস্ফোরণে
বিপদ লোভীর প্রতারণে
বিপদ জড়া মৃত্যু মারী  
বিপদ যুব’র হাত-হাতুরি।

বিপদগুলো বেয়াড়া বড়ো
ছাড় নাই যে তাতে কারো
বিপদ এলে আপদ সাথে
কাছ ছাড়ে না দিনে রাতে।

বিপদ এলে বিপত্তি খুব
যায় বেড়িয়ে সখার স্বরূপ
প্রাণসখীগণ নোলক নেড়ে
সুযোগ বুঝে কেটেও পড়ে।

নাই বিপদের আগা মাথা
কোথায় পাবো মাথার ছাতা
মাথায় আকাশ ভেঙে পড়ে
পায়ের তলার মাটি সরে ।

বিপদগুলোর সংগে লড়ি    
লড়তে লড়তে সবর করি;  
বিপদ দেখে থাকলে বসে
বিপদ আরো ধরবে কষে ।

বিপদ যতোই হোক দাপটি
ভয় পাবো না তার ভ্রুকুটি
বিপদে না হতাশ হবো
সাহস নিয়ে লড়ে যাবো।

রচনা ০৭/০৯/২০২০
পুনর্লিখন ২৭/০৫/২০২১