বিধিনিষেধ আরোপ করা ৭ জেলায় ট্রেন থামবে না: রেলমন্ত্রী

প্রকাশ : 2021-06-21 21:15:56১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বিধিনিষেধ আরোপ করা ৭ জেলায় ট্রেন থামবে না: রেলমন্ত্রী

লকডাউনের আওতায় থাকা ঢাকার পার্শ্ববর্তী সাত জেলার যেখানে রেলস্টেশন আসে সেখানে ট্রেন থামবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে।

সোমবার (২১ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের আলোকে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, মূলত গাজীপুর ও নারায়ণগঞ্জ স্টেশনে ট্রেন থামতে হয়, সেসব স্টেশনে থামবে না। যেসব জেলায় রেলস্টেশন আছে এবং লকডাউন করা হয়েছে সেসব স্টেশনেও থামবে না।

করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ায় মঙ্গলবার (২২ জুন) থেকে আগামী ৩০ জুন পর্যন্ত ঢাকার সঙ্গে সাত জেলার যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে সরকার।

সোমবার (২১ জুন) সচিবালয়ে সরকারের শীর্ষ পর্যায়ের এক বৈঠকে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও মুন্সিগঞ্জের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।