বিদ্রোহী প্রার্থী হলে ভবিষ্যতে কোনো পদপদবিও পাবেন না: মির্জা আজম
প্রকাশ : 2021-10-23 07:44:36১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব মির্জা আজম এমপি বলেছেন , কেউ দলের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হলে বা দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করলে তাৎক্ষণিকভাবে সারাজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হবে। ভবিষ্যতে দলের কোনো পদ-পদবি ও মনোনয়ন দেবে না আওয়ামী লীগ ।
শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যারা বিদ্রোহী প্রার্থীদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করেছেন বা করছেন তাদের সবার বিরুদ্ধেই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ এম এ মান্নান খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি , জিএসএম মিজানুর রহমান মিজান , যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা , সদস্য বিজন কুমার চন্দ , পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু , জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু সহ নেতৃবৃন্দ।