বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
প্রকাশ : 2023-07-19 12:10:54১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ওমর ফারুক (৪৫) নামে এক অটোরিকশা (সিএনজি) চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের মাঝগ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক বগুড়া সদর উপজেলার পলাশবাড়ি গ্রামের মৃত আব্দুল গাফফারের ছেলে। সে মাঝগ্রামে শ্বশুরবাড়িতে পরিবার নিয়ে বসবাস করতো।
থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন জানান, তার বাড়ির নিকট একটি বৈদ্যুতিক খুঁটির ড্রপ তার নিচ দিকে ঝুলে ছিলো। ওমর ফারুক কাঁচা বাঁশ দিয়ে ওই তার উপর দিকে তুলে দেয়ার চেষ্টা করে। সেসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা ওমর ফারুকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সেখানে পুলিশ পাঠানো হয়েছে।