বিজয় দিবস উপলক্ষে টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের প্রস্তুতি মূলক সভা
প্রকাশ : 2024-12-11 17:58:38১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস কে সামনে রেখে টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। টঙ্গীবাড়ী প্রেসক্লাবের আয়োজনে বুধবার (১১ডিসেম্বর) বিকেল ৫ টায় প্রেসক্লাব ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো: মোজাফফর হোসেন শেখ এর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক ফিরুজ আলম বিপ্লব এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি খান আবু বকর সিদ্দিকী,সাংগঠনিক সম্পাদক সিহাদ দেওয়ান, কোষাধ্যক্ষ আপন সরদার, কার্যকরী সদস্য টিটু চৌধুরী, বাবু হাওলাদার, আনিসুর রহমান, জেসমিন সুইটি প্রমুখ।
সভায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ উদযাপনের বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।