বিচারকদের মৃত্যুতে মাদারীপুরে স্মরণসভা
প্রকাশ : 2022-11-15 18:49:17১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সাবেক সিনিয়র সহকারী জজ স্বর্গীয় জগন্নাথ পাঁড়ে ও শহীদ সোহেল আহম্মেদ এর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাদারীপুর বিচার বিভাগের আয়োজনে সোমবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালত এর সম্মেলন কক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত এর বিচারক লায়লাতুল ফেরদৌস, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত এর বিচারক মো. ইউসুফ হোসেন, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এর বিচারক মো. শরীফুল হক, যুগ্ম জেলা ও দায়রা জজ কোহিনুর আরজুমান, মো. আব্দুল্লাহ আল মাসুদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন, মো. ফয়সাল আল মামুন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম আলমগীর হোসাইন, অভিজিৎ চৌধুরী, মো. সাজিদ উল হাসান চৌধুরী, সহকারী জজ মো. মহসিন হাসান, মো. রহমত আলী, জেসমিন নাহার, আফরোজা সুলতানা সুইটি, জেলা লিগাল এইড অফিসার তানিয়া আক্তারসহ, জেলা বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।