বিক্রমপুর ফাউন্ডেশন এর প্রয়াত তিন সুধী সদস্যের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

প্রকাশ : 2024-12-19 13:08:06১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বিক্রমপুর ফাউন্ডেশন এর প্রয়াত তিন সুধী সদস্যের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

বিক্রমপুর ফাউন্ডেশন এর সদ্যপ্রয়াত প্রথম আজীবন সদস্য খান আবদুর রাজ্জাক, শিক্ষা উপদেষ্টা, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ হাওলাদার আবদুর রাজ্জাক ও প্রতিষ্ঠার প্রথম দিন থেকে সক্রিয় সদস্য, পরবর্তীতে সাধারণ সম্পাদক ও কার্যকরি পরিষদের সদস্য আশরাফ আলম এর দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। 

বিক্রমপুর ফাউন্ডেশন আয়োজিত গতকাল (বুধবার) বেলা তিনটায় সংগঠনটির বর্তমান সম্মানিত সাধারণ সম্পাদক, বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন এর চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ এর মতিঝিলস্থ ‘বনভবন’ অফিসের সেমিনার কক্ষে আনুষ্ঠানিকতাটি সম্পন্ন হয়।

স্মরণসভায় সভাপতিত্ব করেন বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি গ্রুপ ক্যাপ্টেন (অব.) খান মোহাম্মদ নজিব, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক নাসির উদ্দিন আহমেদ। 
প‌বিত্র কোরআন থে‌কে তেলাওয়াত ও প্রয়াত‌দের স্মর‌ণে দোয়া প‌রিচালনা হা‌ফেজ মো. মিলন।

গত ২৪ সেপ্টেম্বর আবদুর রাজ্জাক খান, ১৩ জুলাই হাওলাদার আবদুর রাজ্জাক ও ১৭ অক্টোবর আশরাফ আলম কাজল পরলোক গমন করেন। স্মরণসভায় আবদুর রাজ্জাক খানের ওপর স্মারণিক নিবন্ধ পাঠ করেন বিক্রমপুর ফাউন্ডেশন এর সিনিয়র সহ-সভাপতি বীর মু‌ক্তি‌যোদ্ধা শহিদুর রহমান লাল, অধ্যাপক হাওলাদার রাজ্জাক এর ওপর বিক্রমপুর ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক  খান নজরুল ইসলাম হান্নান ও আশরাফ আলম কাজল এর ওপর বিক্রমপুর ফাউন্ডেশন এর যুগ্ম সাধারণ সম্পাদক, সুসাহিত্যিক মুনীর মোরশেদ পাঠ করেন। 

প্রয়াতগণের পরিবারের সদস্যদের মধ্যে খান আবদুর রাজ্জাকের কনিষ্ঠ পুত্র, অধ্যাপক হাওলাদার আবদুর রাজ্জাকের কনিষ্ঠ কন্যা ড. তামান্না জেরিন, আশরাফ আলম কাজল এর পুত্র আবিদ আশরাফ স্ব স্ব পিতাকে নিয়ে স্মৃতিচারণা ও আলোচনা করেন। 

আরও স্মৃতিচারণ ও মূল্যায়ন করেন বিক্রমপুর ফাউন্ডেশনের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন লেখক গোলাম কাদের, বেক্সিমকো টেক্সাটাইলের সিনিয়র জিএম, লেখক, বিক্রমপুর ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সুদেব চন্দ্র পাল, বিক্রমপুর ফাউন্ডেশন এর আন্তর্জাতিক সম্পাদক দেওয়ান মো. মাহফুজুর রহমান ফরহাদ। 

স্মরণসভায় প্রয়াত‌দের স্বজন ও বিক্রমপুর ফাউন্ডেশনের কার্যকরি ও উপদেষ্টা পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান‌টি সঞ্চালনা ক‌রেন বিক্রমপুর ফাউন্ডেশন এর যুগ্ম সাধারণ সম্পাদক, লেখক মুনীর মোর‌শেদ।

 

কা/আ