বিক্রমপুর প্রেসক্লাবের ইফতার মাহফিলে জাতীয় সাংবাদিক নের্তৃবৃন্দ
প্রকাশ : 2024-03-31 12:41:24১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
গতকাল শনিবার বিক্রমপুর প্রেসক্লাবের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জের লৌহজংয়ের “প্রজেক্ট হিলসা’য়” এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলে বাসস-এর ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান মন্ত্রীর সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদ, বিএফইউজের সভাপতি সাংবাদিক ওমর ফারুক, বাসস এর বার্তা সম্পাদক নূরে জান্নাত সীমা, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা অলক কুমার মিত্র, সামসুদ্দিন পাঠান, এবা গ্রুপের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান রিপন মৃধা, দৈনিক সত্যতার আলো পত্রিকার সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সিকদার, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছির উদ্দিন উজ্জল, লৌহজং উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোঃ তোফাজ্জল হোসেন তপন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, লৌহজং থানা অফিসার ইনচার্জ খন্দকার ইমাম হোসনে, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ বাছির উদ্দিন উজ্জল, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খান, সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল, সহসভাপতি নজরুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ মোঃ সোহেল রানা, মোঃ শহীদ সুরুজ প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতি ছিলেন মো. মাসুদ খান এবং সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল প্রমূখ।
সান