বিক্রমপুরের বাড়ৈখালীতে বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা

প্রকাশ : 2023-05-14 16:44:45১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বিক্রমপুরের বাড়ৈখালীতে বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা

গতকাল ১৩ মে, শনিবার বিকেলে বিক্রমপুরের বাড়ৈখালী উচ্চ বিদ্যালয়ের মনসুরুল করীম  মিলনায়তনে বাড়ৈখালী ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ১৪ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীকে সম্মাননা জানানো হয়। বাড়ৈখালীর বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানের সৌজন্যে প্রত্যেক বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা ক্রেস্ট, বাংলা একাডেমির ২টি অভিধান ও ফয়েজ আহমেদের ছড়ার বই প্রদান করা হয়। এছাড়া প্রতি বিদ্যালয়ের পাঠাগারে কথা প্রকাশের ৭২ জনের জীবনীর একটি বইয়ের সেট প্রদান করা হয়। 

বীর মুক্তিযোদ্ধা লেখক- গবেষক ও কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিএমডি জয়নাল আবেদীনের সভাপতিত্বে উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ন সচিব সেলিম খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউজিসি প্রফেসর ড. এম এম মুজিবুর রহমান। 

অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও অনলাইন পোর্টাল গ্রামনগর বার্তার প্রকাশক খান নজরুল ইসলাম হান্নান, নিসার খান, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান দুলু, পুলিশের এডিশনাল এসপি খলিলুর রহমান বক্তব্য রাখেন। 

উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান ২০২১ সাল থেকে বাড়ৈখালী ইউনিয়নের কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা দিয়ে আসছেন।