বিকাশের টাকা ও হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার
প্রকাশ : 2022-06-29 19:14:17১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মেহেরপুরে ভুলে বিকাশে চলে যাওয়া টাকা ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে মেহেরপুর জেলা পুলিশ সুপার রাফিউল আলম। বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাইবার ক্রাইম এর মাধ্যমে উদ্ধারকৃত বিকাশে চলে যাওয়া নগদ ৩৫ হাজার টাকা ও ৯টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা সাইবার ক্রাইমের দল, অতিরিক্ত জেলা পুলিশ সুপার জামিরুল ইসলাম, মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত ওসি জুলফিকার আলী সহ অন্যান্য কর্মকর্তাগন।
হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও উদ্ধারকৃত বিকাশে চলে যাওয়া টাকার মালিকগন জানান, মেহেরপুর জেলা সাইবার ক্রাইম দল দ্রুতগতিতে কাজ করে যাচ্ছে, এবং সেই সাথে মেহেরপুর জেলার মানুষ একটি আধুনিক সেবার মান পাচ্ছে বলে জানান, তারা মেহেরপুর জেলা পুলিশ সুপার রাফিউল আলম ও সাইবারক্রাইম দলকে ধন্যবাদ জানিয়ে তারা আরো বলেন, মানুষ যাতে কোন প্রকার প্রতারণার শিকার না হয় তার জন্য অবশ্যই সাইবারক্রাইম কে তথ্য দিতে হবে প্রয়োজনীয় তথ্য দিতে পারলে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও ভুলবশত অন্যত্রে বিকাশের চলে যাওয়া টাকা ফেরত আনা সম্ভব। এতে করে মানুষ সচেতন হবে যাতে করে কেউ অপরিচিত লোকের কাছ থেকে মোবাইল কেনার আগে অন্তত ভাবতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক ভুলবশত বিকাশে চলে যাওয়া টাকার মালিক তিনি জানান, আমিতো টাকার আশা ছেড়ে দিয়েছিলাম প্রয়োজনীয় তথ্য মেহেরপুর জেলা সাইবারক্রাইম কে দেওয়ার প্রায় একমাস পর আজকে আমার টাকা ফেরত পেয়ে আমি খুবই আনন্দিত এবং সেই সাথে ধন্যবাদ জানাই মেহেরপুর জেলা সাইবারক্রাইম দলকে ও জেলা পুলিশ সুপার রাফিউল আলম স্যার কে।