বিওয়াইডি’র বিদ্যুচ্চালিত গাড়ি প্রশিক্ষণে চালকদের ব্যাপক সাড়া  

প্রকাশ : 2025-01-03 15:41:44১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বিওয়াইডি’র বিদ্যুচ্চালিত গাড়ি প্রশিক্ষণে চালকদের ব্যাপক সাড়া  

[ঢাকা, ০৩ জানুয়ারি, ২০২৫] ড্রাইভারদের প্রশিক্ষণের জন্য আয়োজিত উদ্যোগে স্থানীয় ড্রাইভারদের কাছ থেকে অভুতপূর্ব সাড়া পেয়েছে শীর্ষস্থানীয় বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। কিছুদিন আগে, দেশের ড্রাইভারদের জন্য বিওয়াইডি একটি ড্রাইভার প্রশিক্ষণ সিএসআর কর্মসূচি চালুর ঘোষণা দেয়। যে প্রশিক্ষণে নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) চালানোর ক্ষেত্রে ড্রাইভারদের প্রয়োজনীয় ধারণা দেওয়া হবে। এ প্রশিক্ষণ কর্মসূচির নিবন্ধন প্রক্রিয়া শুরু হয় আজ শুক্রবার (৩ জানুয়ারি) থেকে। নিবন্ধন করতে সকাল থেকেই চালকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ৭০০ এর বেশি চালক এই দিন নিবন্ধন করতে আসেন।

এ বিষয়ে বিওয়াইডি বাংলাদেশের প্রধান বিপণন কর্মকর্তা ইমতিয়াজ নওশের বলেন, “বাংলাদেশে প্রথমবারের মতো কোনো ব্র্যান্ড এমন একটি উদ্যোগ নিয়েছে, যেখানে ড্রাইভারদের প্রশিক্ষণের পাশাপাশি এনইভি চালানোর খুঁটিনাটি সম্পর্কে তাদের সচেতন করা হবে। আমরা এমন অভুতপূর্ব সাড়া পেয়ে অভিভূত। এর মাধ্যমে বোঝা যাচ্ছে, দেশে এনইভি গাড়ির চাহিদা রয়েছে এবং এটা বাড়ছে। আমরা দেশে এমন একটি উদ্যোগ আনতে পেরে অত্যন্ত আনন্দিত।”সফলভাবে নিবন্ধনের পরে, প্রশিক্ষণটি ১০ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি চালবে। প্রতি শুক্রবার ব্যাচ আকারে প্রশিক্ষণটি পরিচালিত হবে।