বিএনপিসহ সমমনা দলগুলি শেখ হাসিনার ভারত সফর নিয়ে মিথ্যাচার করছে-গোলাপ এমপি
প্রকাশ : 2022-09-07 18:47:15১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বিএনপিসহ সমমনা দলগুলি যারা স্বাধিনতায় বিশ্বাস করেনা, মুক্তিযুদ্ধে বিশ্বাস করেনা যারা আ’লীগ সরকারের পতন চায়,তারা শেখ হাসিনার ভারত সফর নিয়ে সমালোচনা করছে মিথ্যাচার করছে। আজ বুধবার দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার সিডি খান উচ্চবিদ্যালয় মাঠে ৪৯ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন, বাংলাদেশ আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবাহান গোলাপ এমপি। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা, কালকিনি থানা অফিসার ইনর্চাজ শামিম হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহববুল আলম,রমজানপুর ইউনিয়ন চেয়ারম্যান মিল্টন ইব্রাহীন, সিডি থান ইউনিয়ন চেয়ারম্যান চাঁন মিয়া সিকদার, সিডি খান উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক লুৎফর রহমানসহ অন্যান্যরা।