বিএনপির নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রকাশ : 2024-04-06 19:11:13১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বিএনপির নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ

বাগেরহাট-৪ আসনের সম্ভ্যাব্য সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি নেতা জাকী খায়রুজ্জামান শিপন নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন। বুধবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তিনি নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করেন। এসময়, জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম গোরাসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপি নেতা জাকী খায়রুজ্জামান শিপন বলেন, এই সরকারের জুলুম নির্যাতনে মানুষ আজ অতিষ্ট। মানুষ আর এই সরকারকে চায় না। তাই তার উচিত অতিদ্রুত ক্ষমতা ছেড়ে অন্তবর্তীকালীণ নির্বাচন দেওয়া। তা না হলে ঈদের পরে আন্দোলনের মাধ্যমে আমরা এই সরকারের পতন ঘটাব।