বায়ূদুষণের অপরাধে পঞ্চগড়ে ট্রাক চালককে জরিমানা

প্রকাশ : 2026-01-17 18:37:39১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বায়ূদুষণের অপরাধে পঞ্চগড়ে ট্রাক চালককে জরিমানা

পঞ্চগড়ে বায়ূদুষণ  এবং পরিবেশ পরিছন্নতার উন্নয়নে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ তৎপরতা অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের বায়ূদুষণের অপরাধে জরিমানা আদায় করা হচ্ছে।  

শনিবার (১৭ জানুয়ারি) তারই ধারাহিকতায় পঞ্চগড়   সদর উপজেলার পঞ্চগড়-তেঁতুলিয়া রোডস্থ মিঠাপুকুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নির্মাণ সামগ্রী পরিবহণে ব্যবহৃত গাড়ির বডি (কাঠামো) ও চাকা অপরিচ্ছন্ন রেখে অনাবৃত অবস্থায় পরিবহণের মাধ্যমে বায়ু দূষণ করার অপরাধে দুটি ট্রলি এর চালককে চার হাজার টাকা জরিমানা   আদায় করা হয়েছে। 

স্থানীয় জেলা প্রশাসন পঞ্চগড়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  সারোয়ার আলম  অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক   ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানকালে পঞ্চগড়ের জেলা পুলিশের একদল সদস্য  উপস্থিত ছিলেন  । পরিবেশ অধিদপ্তর পঞ্চগড়ের সহকারী পরিচালক  ইউসুফ আলী জানান এ  ধরণের অভিযান অব্যাহত থাকবে।