বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

প্রকাশ : 2023-01-16 11:31:56১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

 

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বেপরোয়া গতির বাসের ধাক্কায় দুই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী পৌরশহরের চৌমাথা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের প্রত্যেকের বয়স ৩০ থেকে ৪২ বছরের মধ্যে। তারা হলেন- পলাশবাড়ী উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে বিদ্যুৎ মিয়া, একই উপজেলার মির্জাপুর গ্রামের গণেশ চন্দ্রের ছেলে সুবাস চন্দ্র সরকার ও গোবিন্দগঞ্জ উপজেলার অবিরামপুর গ্রামের সুবাস চন্দ্র মহন্তের ছেলে সুমন চন্দ্র।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বরকত পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের দিকে যাচ্ছিল। পথে চৌমাথা মোড়ে বাসটি দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণহীন বাসটির সঙ্গে বিপরীতমুখী পণ্যবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিন জনকেই মৃত ঘোষণা করেন।

তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিছুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই তারা মারা গেছেন।

দুর্ঘটনার বিষয়ে পলাশবাড়ী থানার ওসি মো. মাসুদ রানা জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাস ও ট্রাকটি আটক করা হয়েছে। হাসপাতাল থেকে নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।