বাসের ধাক্কায় প্রাণ গেল মটর সাইকেল আরোহীর
প্রকাশ : 2022-10-16 18:36:31১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়ায় দ্রুতগামী যাত্রী বাহী বাসের ধাক্কায় আতিক ( ১৫) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনা টি ঘটেছে গত শনিবার বিকালে উপজেলার ভেলুপাড়া বাজারের সন্নিকটে রংপুর কুড়িগ্রাম মহাসড়কে।
প্রত্য¶দর্শী ও থানাসূত্রে জানাগেছে কুড়িগ্রাম থেকে সিরাজগঞ্জ গামী অপরুপা পরিবহন যাত্রীবাহী বাস মোটরসাইকেল আরোহী রংপুরের মাহিগঞ্জ থানার কাজীটারী হাজরা গ্রামের ইউনুস আলীর পুত্র কিশোর আতিক (১৫) ও তার সঙ্গী মাহিগঞ্জ সাতমাথা এলাকার এরশাদ মিয়ার পুত্র (১৫) কে পিছন থেকে ধাক্কা দিলে উভয়ে গুরত্বর আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধায় আতিক (১৫) মারা যায়। সোহাগের অবস্থাও সংকটনাপন্ন। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ বলেন ঘাতক বাসটি কে আটক করা হয়েছে।