বাসচাপায় আহত শ্রমিকের চিকিৎসার দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ
প্রকাশ : 2023-01-11 17:17:27১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে বাসচাপায় মো. জুয়েল (২২) নামে এক শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় কারখানার পক্ষ থেকে আহতের চিকিৎসার ব্যবস্থা না করায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
বুধবার (১১ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। পরে হাইওয়ে ও শিল্প পুলিশ এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে পৌঁছে আহত শ্রমিকের সব ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যান।
এর আগে মধ্যাহ্ন বিরতির পর ভবানীপুর এলাকায় স্থানীয় আরএন্ডজি (বিডি) পোশাক কারখানার সামনে একটি বাস শ্রমিক জুয়েলকে চাপা দেয়। জুয়েল ওই কারখানায় অপারেটর পদে চাকরি করেন। শ্রমিকরা বিকাল সাড়ে ৩টা পর্যন্ত দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকরা জানান, মধ্যাহ্ন বিরতিতে শ্রমিক জুয়েল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় তাকওয়ার পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এরপর আহতবস্থায় মহাসড়কের ওপর পড়েছিলেন তিনি। অন্য শ্রমিকরা আহতকে উদ্ধার করে কারখানা কর্তৃপক্ষের কাছে গিয়ে হাসপাতালে নেওয়ার অনুরোধ করেন। কর্তৃপক্ষ শ্রমিকদের কথায় গুরুত্ব না দেওয়ায় তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তবে আহত শ্রমিকদের সর্বশেষ শারীরিক অবস্থা কেউ জানাতে পারেননি।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মহাসড়ক অবরোধের খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর হাইওয়ে ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যান।