বাল্যবিবাহ দিতে গিয়ে ইউপি সদস্যে গুনলেন জরিমানা
প্রকাশ : 2023-11-24 19:09:38১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
জেলার তেতুলিয়া উপজেলায় মেয়ের বাল্যবিয়ে দিতে গিয়ে ১০ হাজার টাকা জরিমানা দিয়েছেন এক এক ইউপি সদস্য। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি ) মাহবুবুল হাসান এ জরিমানা করেন।
ভ্রমামান,আদালত সূত্রে জানা যায়, উপজেলার তিরনইহাট ইউনিয়নের বকশীপাড়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে ওই ইউপি সদস্য তার অপ্রাপ্ত বয়স্ক (১৪) মেয়ের বিয়ের আয়োজন করেন। গোপন সংবাদে বিয়ে বাড়িতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় তেঁতুলিয়া মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রের মাহবুবুল হাসান বলেন, সরকারি আইন অনুযায়ী মেয়েদের ১৮ বয়সের নিচে বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। বাল্যবিয়ে নিরোধ আইনে কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এমন অপরাধ করবেন না বলে কনের বাবা মুচলেকাও দেন।
ই