বাবা তুমি ভীষণ বোকা

প্রকাশ : 2021-12-12 15:48:28১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাবা তুমি ভীষণ বোকা

এম হাবীবুল্লাহ
------------------
 

বাবা তুমি ভীষণ বোকা
কিনবে কেনো গাড়ি
ইচ্ছে হলে কিনতে পারো
মাটির খেলনা হাঁড়ি।
 

কিনলে গাড়ি খরচ মেলা
তেল মবিল আর পেট্টোলে
কখনো বা পড়তে পারো
দুর্ঘটনার কবলে।
 

চড়তে গাড়ি ভয়ে মরি
কখন কী যে হয়
হাঁড়িকুড়ি খেলতে মজা
নেই তো কোনো ভয়।