বাপুস কাউনিয়া উপজেলার শাখার বার্ষিক সাধারন সভা
প্রকাশ : 2022-08-10 19:24:04১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) কাউনিয়া উপজেলা শাখার বার্ষিক সাধারন সভা বুধবার বিকালে উপজেলা পরিষদ হল রুমে সমিতির সভাপতি সারওয়ার আলম মুকুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) কেন্দ্রীয় কমিটির পরিচালক একেএম রেজাউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাপুস রংপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব আমির আজম চৌধুরী বাবু, জেলা নীতিমালা বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম মিন্টু, বাপুস রংপুর জেলা শাখার সহ সভাপতি মোস্তাফিজুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার, ইন্সপেক্টার (তদন্ত) মোঃ সেলিমুর রহমান, বাপুস পীরগাছা উপজেলা শাখার সভাপতি আব্দুল জব্বার, বাপুস হারাগাছ শাখার সাধারন সম্পাদক আহসান হাবীব হীরু, কাউনিয়া মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সাধারন সম্পাদক প্রধান শিক্ষক আতাউর রহমান মানিক, কাউনিয়া মডেল সরকারী প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সদস্য হাবিবুর রহমান হাবীব। বক্তব্য রাখেন বাপুস কাউনিয়া শাখার সাধারন সম্পাদক রবিউল ইসলাম লিটন, সহ সভাপতি হুমায়ন কবীর খোকন, সদস্য মোঃ শহিদুল ইসলাম প্রমূখ। আলোচনা শেষে মোঃ সারওয়ার আলম মুকুল কে সভাপতি, মোঃ হুমায়ন কবীর খোকন কে সাধারন সম্পাদক, মোঃ ছাইদুর রহমান কে কোষাধ্যক্ষ করে ৯সদস্য বিশিষ্ট্য বাপুস কাউনিয়া উপজেলা শাখা কমিটি ঘোষনা করা হয়।