বান্দরবানে কুকি চিনের দুই সদস্য নিহত
প্রকাশ : 2024-04-28 13:44:37১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির দুই জন সশস্ত্র সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এই তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, রোববার (২৮ এপ্রিল) গোপন তথ্যের ভিত্তিতে বান্দরবানের রুমা উপজেলার দুর্গম বাকলাই পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় তিনটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সা/ই