বাজার মনিটরিংয়ের জোর দাবি জানিয়েছেন নওগাঁর চাষীরা

প্রকাশ : 2022-09-21 11:43:36১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাজার মনিটরিংয়ের জোর দাবি জানিয়েছেন নওগাঁর চাষীরা

নওগাঁয় বাড়তে শুরু করেছে ধানের দাম। জেলার বিভিন্ন বাজারে গত ১৫ দিনের ব্যবধানে মণপ্রতি ধানের দাম বেড়েছে ১০০ থেকে ১৮০ টাকা। এতে চাষিরা আপাতভাবে কিছুরা স্বস্তি পেলেও ডিজেল-সারসহ অন্যান্য দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে তাদের দুশ্চিন্তা কাটছে না।

ধানচাষিরা বলছেন, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সুযোগ বুঝে ধানের দাম কম-বেশি করেন। এতে শেষ পর্যন্ত ধানের ন্যায্য দাম পাওয়া থেকে বঞ্চিত হতে হয় চাষিদেরই। এ অবস্থায় বাজার মনিটরিংয়ের জোর দাবি জানিয়েছেন তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর নওগাঁয় ৫৫ হাজার ৫০০ হেক্টর জমিতে আউশ ধানের চারা রোপণ করা হয়েছে। যেখানে উৎপাদিত ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৪১০ মেট্রিক টন।

জেলার মহাদেবপুর উপজেলার সরস্বতীপুরে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এবং রোববার (১৮ সেপ্টেম্বর) চকগৌরিতে ছিল হাটবার। সরেজমিনে এ দুটি হাট ঘুরে দেখা গেছে, প্রকারভেদে ১১৪০ থেকে ১২৮০ টাকা মণ দরে ধান বিক্রি হচ্ছে।

চাষিদের অভিযোগ, কিছুদিন আগেও আউশ ধান ৮০০ থেকে ৯০০ টাকা মণ দরে বিক্রি করতে হয়েছে। সেই ধানের দাম এখন মণপ্রতি ১০০০ থেকে ১২০০ টাকা। কৃষকদের গোলায় যখন ধানের পরিমাণ কমে গেছে, ঠিক তখনই বাজারে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। ব্যবসায়ী সিন্ডিকেট বাড়তি লাভ আদায় করে নিলেও কৃষক ধানের ন্যায্য দাম পায় না।